
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১০ জন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৭১ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৭১৫ জন। শুধু নভেম্বর মাসে ডেঙ্গুতে মারা গেছেন ১৫৬ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫২২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৩৭৩ জন, বাকি ২ হাজার ১৪৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
ফোকাস বাংলা নিউজ/ ডেস্ক/ এস খান
মঙ্গলবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৭১ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৭১৫ জন। শুধু নভেম্বর মাসে ডেঙ্গুতে মারা গেছেন ১৫৬ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫২২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৩৭৩ জন, বাকি ২ হাজার ১৪৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
ফোকাস বাংলা নিউজ/ ডেস্ক/ এস খান