FOCUS BANGLA NEWS

ঢাকা বুধবার, ০৭ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বুধবার, ০৭ মে ২০২৫

​সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪ পর্বত পাড়ি দিলেন চট্টগ্রামের তাম্মাত

আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৭:২২:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৭:২২:৪৩ অপরাহ্ন
​সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪ পর্বত পাড়ি দিলেন চট্টগ্রামের তাম্মাত সংবাদচিত্র : সংগৃহীত
বাংলাদেশের সাইক্লিস্ট তাম্মাত বিল খয়ের মাত্র ৩০দিনে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪টি পর্বত ও ৩টি পাস একি সফরে পাড়ি দিয়েছেন।
বুধবার (২৭ নভেম্বর) তাম্মাত বিল খয়েরের ফেসবুক ভেরিফাইড পেইজে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, নিজের জন্মদিনে দেশকে এক ঐতিহাসিক রেকর্ড উপহার। এই রেকর্ড ভাঙা হয়নি, তৈরি করা হলো। নিঃসন্দেহে এটা আমাদের দেশের জন্য সর্বোচ্চ গর্বের বিষয়।
তাম্মাত বিল খয়ের ইতোমধ্যে প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প, পিকে পিক, চুখুং রি পিক, কংমালা পাস, কালা পাত্থার, চোলা পাস, গোকিও রি পিক পাড়ি দিয়েছেন।
২৭ নভেম্বর নিজের জন্মদিনে ৫৩৬০মিটার উঁচুতে অবস্থিত রেনজো লা পাসে উঠে এ রেকর্ড গড়লেন তিনি। এর আগে একই সফরে কোনো সাইক্লিস্ট একইসঙ্গে এই ৮ অর্জন ছুঁতে পারেনি।
সাইক্লিস্ট তাম্মাতের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে।


ফোকাস বাংলা নিউজ/ডেস্ক/এস খান


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ