FOCUS BANGLA NEWS

ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫

​শপথ নেয়ার আগেই অভিবাসীদের কঠোর বার্তা দিলেন ট্রাম্প

আপলোড সময় : ২০-০১-২০২৫ ১২:৪৯:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০১-২০২৫ ১২:৪৯:১৪ অপরাহ্ন
​শপথ নেয়ার আগেই অভিবাসীদের কঠোর বার্তা দিলেন ট্রাম্প ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই অভিবাসীদের ওপর বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির এরিনাতে হাজার হাজার সমর্থকদের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। 

ক্যাপিটাল ওয়ান অ্যারেনাতে আয়োজিত 'মেইক অ্যামেরিকা গ্রেইট অ্যাগেইন ভিক্টরি র‍্যালি'তে সমবেত সমর্থকদের প্রতি ট্রাম্প বলেন,
নির্বাচনের সময় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষা করবেন। সোমবার (২০ জানুয়ারি) সূর্যাস্তের পরেই আমাদের দেশে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জনসভার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনি প্রচারণার সময়ের যথেষ্ট সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। স্বভাবসুলভ বাগাড়ম্বর, মিথ্যা বক্তব্য ও একগাদা প্রতিজ্ঞা শুনিয়ে শ্রোতাদের মন জুগিয়ে সমর্থকদের উচ্ছ্বসিত করে তোলেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন আর ৭৫ দিন আগে আমরা আমাদের দেশের সবচেয়ে মহাকাব্যিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি। আগামীকাল (সোমবার) থেকে শুরু করে আমি প্রবল গতি নিয়ে কাজ শুরু করবো আর আমাদের দেশের প্রত্যেকটি সমস্যার সমাধান করবো।’

২০২১ সালের ৬ জানুয়ারির পর এই প্রথম ওয়াশিংটন ডিসিতে তিনি বড় কোনো রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখলেন

এই সমাবেশে তার দেয়া বক্তৃতা ও সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর দিতে যাওয়া বক্তৃতাতে ট্রাম্পের এবারের মেয়াদের সুরটির পরিষ্কার পূর্ব ধারণা পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। অবশ্য ইতোমধ্যেই গ্রিনল্যান্ড ও পানামা খাল দখল, কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর মতো খায়েশ আর চীনের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়ে বিশ্ববাসীকে তটস্থ করে রেখেছেন তিনি।

ক্ষমতা পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাইডেন প্রশাসনের সব 'উদ্ভট ও চরমপন্থি এক্সিকিউটিভ অর্ডার' বাতিলের অঙ্গীকার করেছেন তিনি। ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে কিছুটা জ্ঞাত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, প্রথম দিনেই দুই শতাধিক এক্সিকিউটিভ অর্ডার দেবেন নতুন প্রেসিডেন্ট। 

ফোকাস বাংলা নিউজ/ডেস্ক/এস খান


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ