FOCUS BANGLA NEWS

ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫

​অবশেষে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’

আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৩:৪৯:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৩:৪৯:২৫ অপরাহ্ন
​অবশেষে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’
মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রিকশা গার্ল’। সিনেমাটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। তাঁর প্রথম নির্মাণ ‘আয়নাবাজি’ বাজিমাতের পর থেকে দর্শকরা অপেক্ষা করছিলো নতুন সিনেমার জন্য। অবশেষে সেই অপেক্ষা ঘুচতে চললো।   

এরইমধ্যে ‘রিকশাগার্ল’ সিনেমাটি দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। এবার ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা।

রোববার ( ১২ জানুয়ারি) ‘রিকশা গার্ল’ সিনেমার নতুন ট্রেইলার প্রকাশিত হয়েছে। সেইসাথে ঘোষণা করা হয়েছে  সিনেমাটির মুক্তির তারিখ। ২৪ জানুয়ারি থেকে দেশের সিনেমা হলগুলোতে দর্শকরা উপভোগ করতে পারবেন ‘রিকশা গার্ল’।

শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প আবর্তিত। সে ছবি আঁকতে পছন্দ করে। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হন। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাঈমা কোনও উপায় না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায়,  নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে!

‘রিকশা গার্ল’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়াও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাঈমার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে। উল্লেখ্য, ‘রিকশা গার্ল’ সিনেমার ডিজিটাল পার্টনার হিসেবে আছে বঙ্গ।


ফোকাস বাংলা নিউজ/ডেস্ক/এসকে


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ