FOCUS BANGLA NEWS

ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫

​মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবী-পেনশনভোগীরা

আপলোড সময় : ১৫-১২-২০২৪ ১২:৪৫:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৪ ১২:৪৫:১৫ অপরাহ্ন
​মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবী-পেনশনভোগীরা
সরকারি সব চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরে গিয়ে যারা পেনশন ভোগ করছেন তাদেরকেও মহার্ঘ ভাতা দেবে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। 
তিনি বলেন,  মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
সিনিয়র সচিব বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুইধাপে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হবে। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে।
নিত্যপণ্যের দাম বাড়ার কারণে দেয়া বিশেষ ভাতাকে মহার্ঘ ভাতা বলে। এই ভাতা চালু হলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মূল বেতনের সাথে আলাদা আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। বিশেষ পরিস্থিতিতে এই ভাতা দেয়া হয়ে থাকে। মূল বেতন, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতার ওপর মহার্ঘ ভাতার কোনো প্রভাব পড়বে না।

ফোকাস বাংলা নিউজ/ডেস্ক/এস খান


কমেন্ট বক্স

সংবাদচিত্রের আরো সংখ্যা

সর্বশেষ সংবাদ